ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কালবৈশাখীর আঘাতে গাইবান্ধায় নিহত ১০ (ভিডিও)

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৮, ৫ এপ্রিল ২০২১ | আপডেট: ১২:০৪, ৫ এপ্রিল ২০২১

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে ও অটোরিকশা উল্টে ৫ উপজেলায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয় অন্তত ৬০ জন। এছাড়া প্রায় ৪ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

রোববার (৪ এপ্রিল) বিকেলে বৃষ্টিহীন ঝড়ো হাওয়ার তাণ্ডবে গাইবান্ধার পলাশবাড়ী, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সদর উপজেলা লন্ডভন্ড হয়। 

এসব উপজেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক ঘরবাড়ি, গাছপালা ভেঙ্গে পড়ে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়াসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এখনও অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। রাস্তার উপর গাছ পড়ে থাকায় যানবাহন চলাচলও সাময়িক ব্যাহত হয়। 

এদিকে, ঝড়ে নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
দেখুন ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি