দরিদ্র ছাত্রীদের বৃত্তি দিল ‘সঙ্গে আছি ফাউন্ডেশন’
প্রকাশিত : ১১:৪৯, ৫ এপ্রিল ২০২১
নারীর শিক্ষা বিস্তার ও ক্ষমতায়নের অংশ হিসেবে দরিদ্র পরিবারের মেয়েদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে ৫ জন অদম্য মেয়েকে প্রতি মাসে ২০০০ টাকা শিক্ষা বৃত্তি চালু করেছে ‘সঙ্গে আছি ফাউন্ডেশন’।
শুক্রবার ঝালকাঠির নলছিটি উপজেলায় এ শিক্ষা বৃত্তি চালু করেছে সংগঠনটি। উপজেলার নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার নলছিটির বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীদের মধ্যে এই বৃত্তি হস্তান্তর করেন।
এ সময় সঙ্গে আছি ফাউন্ডেশনের সভাপতি মো. জসিম উদ্দিন খান, কোষাধ্যক্ষ আহমেদ শামসুদ্দিন পারভেজ এবং স্থানীয় সদস্য মো. ফিরোজ হাওলাদার উপস্থিত ছিলেন।
একে//
আরও পড়ুন