ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভোলায় লকডাউন অমান্য করে যাত্রী পারাপার

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৯, ৫ এপ্রিল ২০২১

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউন ঘোষাণা করা হলেও ভোলায় মানা হচ্ছে না। লকডাউন অমান্য করে ভোলা-লক্ষ্মীপুর রুটে ট্রলার ও সি-ট্রাকে যাত্রী পারাপার করা হচ্ছে। এই ঘটনায় চালকসহ ৩টি ট্রলার আটক করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে লক্ষ্মীপুর মজু চৌধুরীর ঘাট থেকে শত শত মানুষ ট্রলারে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ভোলার ইলিশা আসছে। শুধু ট্রলারই নয় সরকারি নৌ যান সি-ট্রাকও যাত্রী নিয়ে সকালে ভোলা ইলিশা ঘাটে আসে। 

ইলিশা থেকে বাসযোগে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। এতে করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে অভিযান চালিয়ে চালকসহ তিনটি ট্রলার আটক করা হয়েছে বলে জানান নৌ থানার ওসি সুজন পাল।

এদিকে লকডাউনের কারণে ভোলা শহরের মার্কেট ও বিপনি বিতাণ বন্ধ থাকলেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেচা কেনা চালিয়ে যাচ্ছে। এছাড়া রিক্সায় একাধিক লোক পরিবহন করতে দেখা গেছে।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি