ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪

পাহাড়ীদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩৫, ৬ জুন ২০১৭

রাঙামাটির লংগদুতে পাহাড়ীদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। রাঙামাটি মানবাধিকার কমিশনের সদস্য বানছিটা চাকমাকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। এ ঘটনায় জড়িত আজ আরো ৪ জনকে আটক করা হয়েছে। এদিকে নিরাপত্তা নিশ্চিত ও ঘরবাড়ি নির্মান না করা পর্যন্ত কোনো ত্রান গ্রহন করবেন না বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 
ভয়-আতংক, আর আশ্রয় না থাকায় এখনো নিজ এলাকায় ফিরতে পারছে না রাঙামাটির লংগদুর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

নিরাপত্তা নিশ্চিত ও ঘরবাড়ি নির্মাণ না করা পর্যন্ত ত্রাণ গ্রহন করবেন না বলে প্রশাসনকে সাফ জানিয়ে দিয়েছে এসব পরিবার।
এদিক্ েএ ঘটনার নিন্দা জানিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। ৪ কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে পাহাড়ীদের ঘর-বাড়িতে আগুন দেয়ার ঘটনায় আজ আরো ৪ জনকে আটক করেছে পুলিশ। এনিয়ে এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হলো। পহেলা জুন লংগদু উপজেলা সদর ইউনিয়ন যুবলীগ কর্মী নয়নের মৃতদেহ দীঘিনালার চারমাইল এলাকা থেকে উদ্ধারের পর তিনটিলা, পূর্ব ও পশ্চিম মানিকজোড় ছড়া ও বাইত্যাপাড়ায় শতাধিক বাড়িঘরে আগুন দেয়া হয়।

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি