ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জে করোনায় এক বৃদ্ধের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ৬ এপ্রিল ২০২১

ঢাকার নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে পরেশ পাল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের কুমার গোল্লা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলা সৎকার কমিটির অন্যতম অনুপম দত্ত নিপুর তত্ত্বাবধানে গোবিন্দপুর শশ্মানে তার লাশের সৎকার করা হয়।

নিপু জানান, করোনায় আক্রান্ত হয়ে পরেশ পাল ১০ দিন রাজধানীর শিকদার কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) হরগোবিন্দ সরকার অনুপ জানান, মৃত বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর জানতে পেরেছি, উপজেলা সৎকার কমিটি লাশ সৎকার করেছেন।

এর আগে গত রোববার উপজেলার হাসনাবাদ গ্রামের অনিমা রোজারি নামের এক বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি