ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ৬ এপ্রিল ২০২১

পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় জিহাদ (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত জিহাদ নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

সোমবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে নাজিরপুরের ছয়হিস্যা বাজার এলাকার মোল্লাবাড়ি লাগোয়া সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত উপজেলার নুরাইনপুর গ্রামের মাহবুল শরীফের ছেলে।

স্থানীয়রা জানান, তাতেঁকাঠির এক আত্মীয়ের বাড়ি থেকে জিহাদ তার চাচাতো ভাই আব্দুর রহমানকে নিয়ে মোটরসাইকেলে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দু’জনেই গুরুতর আহত হন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার জিহাদকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে, প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত আব্দুর রহমানকে (১৮) বরিশাল শেরই-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বাউফল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আল মামুন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি