ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মোংলায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৫, ৬ এপ্রিল ২০২১

মোংলায় কর্মরত এক সাংবাদিক আলী আজিম (২৮) এর ওপর হামলা চালিয়েছে দুর্বত্তরা। এতে ওই সাংবাদিকের হাত ভেঙ্গে গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। আলী আজিম ঢাকার ‘দৈনিক গণকন্ঠের’মোংলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে এ ঘটনায় একজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক। 

অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে মোংলা থানার এ এস আই মো. নাসির বলেন, আলী আজিম নামে ওই সাংবাদিক গতকাল রাত সাড়ে ৯টার সময় পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় মিলন নামে এক ব্যাক্তি তাকে বেধড়ক মারপিট করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। থানায় দায়ের হওয়া অভিযোগে এ সব তথ্য উল্লেখ করা হয় বলেও জানান তিনি। 

মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তদন্ত করে এর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

সাংবাদিক আলী আজিমের ওপর হামলাকারী মো. মিলন পৌরসভার ২নং ওয়ার্ডের মোর্শেদ সড়কে মো. হারুনের ছেলে বলে জানা গেছে। 
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি