ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে আগুনে পুড়ে ৬ বসতঘর ছাই, দগ্ধ ১

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫২, ৭ এপ্রিল ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের হাজীর টেক এলাকায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ৬টি বসতঘর। এই আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন বেলাল নামে এক যুবক।
 
মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ২টার কাদিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনিছার বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি বসতঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে পার্শ্ববর্তী আরও ৫টি ঘরে ছড়িয়ে পরে। আগুনে ৬টি ঘরই পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে বলে জানান তিনি।

এদিকে ঘরগুলোতে মূল্যবান মালামাল, স্বর্ণ, নগদ টাকাসহ ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি