ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে লকডাউনের তৃতীয় দিনেও দোকান খোলা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ৭ এপ্রিল ২০২১

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে রাজবাড়ীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছে ব্যবসায়ীরা। কসমেটিক্স ও কাপড়ের দোকানও খোলা দেখা গেছে।

বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে মহাসড়ক ও বাজারের সড়কগুলোতে অন্যান্য দিনের মতই স্বাভাবিক চলাচল করছে পন্যবাহী ট্রাকসহ তিন চাকার যান। এতে সাধারণ জনগণের চলাচল ছিলো চোখে পড়ার মত।

এদিকে তিন চাকার যানে অতিরিক্ত যাত্রী ভাড়া আদায় করা হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। আগের মতই গাদাগাদি করে বহন করা হচ্ছে যাত্রী। 

তবে সকাল থেকে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা মেলেনি লকডাউন বাস্তবায়নে দায়িত্বে থাকা প্রশাসনের কর্তকর্তাদের।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি