ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ৭ এপ্রিল ২০২১

বাউফলে পানিতে ডুবে সাব্বির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুই ভাই মিলে খেলার মাঝে পুকুরে পড়ে যায় ছোটভাই সাব্বির। 

আজ বুধবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে কালাইয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। শিশুটির বাবার নাম শামিম আকন। 

জাহিদ হাসান নামে পরিবারের একজন জানান, বাড়ির পুকুর পাড়ে একই সঙ্গে খেলছিল দুই ভাই সাব্বির ও সাকিবুল। একপর্যায়ে সাব্বিরের পুকুরে ডুবে যাওয়ার খবর জানায় বড় ভাই সাকিবুল। 

পুকুরে প্রায় আধাঘন্টার খোঁজাখুজির পর সাব্বিরকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি