ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালীতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, বেশির ভাগ দোকান খোলা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ৭ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

পটুয়াখালীতে লকডাউনের তৃতীয় দিনেও কেউ মানছে না স্বাস্থ্যবিধি। সকাল থেকে খোলা হয়েছে বেশির ভাগ দোকানপাট। অনেকে মাস্ক ছাড়াই চলাচল করছেন। 

বুধবার (৭ এপ্রিল) হাট বাজারগুলোতে মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। দোকানপাটগুলোতে মানা হচ্ছে না শারীরিক দূরত্বও। এখনও খোলা মাঠে নেয়া হয়নি সবজি ও মাছ বাজার। 

তবে, সকাল থেকে বিভিন্ন রুটের দূরপাল্লাসহ আন্ত:জেলার সকল বাস চলাচল বন্ধ থাকলেও দেদারছে চলছে রিক্সা ও অটোরিক্সা। এসব বাহনে সামাজিক দূরত্ব না মেনে গাঁঘেষে চলাচল করছেন সিংহভাগ মানুষ। 

এদিকে জনসেচতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার ও ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।  
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি