ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মিরকাদিম মেয়রের বাসভবনে বিস্ফোরণ, ঢামেকে ভর্তি ১২ জন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ৭ এপ্রিল ২০২১

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের বাসভবনে বিস্ফোণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দগ্ধ ৪ কাউন্সিলরসহ ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এর কারণ এখনও জানা যায়নি।

বিস্ফোরণ ঘটনায় আহত অন্যদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে পৌর মেয়র অক্ষত রয়েছেন। 

মঙ্গলবার (৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় পৌর মেয়রের বাস ভবনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লাগে। 

এ ঘটনায় সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, বিস্ফোরণের কারণ জানতে অনুসন্ধান চলছে। 

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি