ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১০, ৭ এপ্রিল ২০২১

রাজশাহীর পবা উপজেলার মুরারীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত। এ সময় আহত হন আরও ২ জন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে মুরারীপুরের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিতে করে তিনজন যাত্রী রাজশাহীতে আসছিলেন। আর ফাঁকা ট্রাকটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। মুরারীপুরে এলো তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক ও এক নারী মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনজি চালক সড়কের মাঝ বরাবর গাড়ি চালাচ্ছিলেন বলেও জানান তারা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে আনসার আলী নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। নিহত আরেকজন নারী। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। 

তিনি বলেন, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি