ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিজয়নগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৮, ৭ এপ্রিল ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পানিতে ডুবে মাজিদুল ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মাজিদুল ইসলাম মনিপুর গ্রামের এমদাদ বারীর ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার মাহফুজুল উলুম হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলো।

শিশুর পরিবারের লোকজন জানান, মাজিদুল ইসলাম বুধবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে এক পর্যায়ে সবার অগোচরে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পানি থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক বলেন, শিশুটির শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারণে শিশুটি মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি