ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাঝনদীতে চলন্ত ফেরিতে আগুন, পুড়ল ৮ ট্রাক

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৪, ৮ এপ্রিল ২০২১ | আপডেট: ১০:৫৮, ৮ এপ্রিল ২০২১

ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ভোররাতে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরি ‘কলমীলতা’য় আগুন লেগে মালবাহী ৮টি ট্রাক পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোলা নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন কুমার পাল জানিয়েছেন, ফেরিটি রাত ৩টার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ৪টার দিকে লক্ষ্মীপুরের মতিরহাট পাড় হয়ে মেঘনার ভোলার চরের মাঝ নদীতে আসার পর হঠাৎ আগুন লেগে যায়। এ সময় স্টাফসহ যাত্রীরা ফেরির পিছনের দিকে নিরাপদে অবস্থান নেয়। এক পর্যায়ে মাছ ধারার একটি ট্রলার এগিয়ে এলে তারা কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে আসে।

তিনি আরও জানান, ফেরিতে দুই তিনটি ট্রাক ছাড়া সবগুলো ট্রাক ও মালামাল পুড়ে গেছে। 

ধারণা করা হচ্ছে ফেরিতে একটি ককশিটের গাড়ি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বিআইডব্লিউটিসি’র ভোলার ম্যানেজার পারভেজ জানান, খবর পেয়ে দ্রুত স্পিডবোটে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি