ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

টেক্সাসে ৬ জনের মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ পাবনার স্বজনরা (ভিডিও)

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৬, ৮ এপ্রিল ২০২১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একই পরিবারের ৬ জনের মৃত্যুর ঘটনায় পাবনায় নিহতের স্বজনরা শোকে স্তব্ধ। এমন মৃত্যুর সংবাদে সবাই বাকরুদ্ধ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও মরদেহ দেশে আনার দাবি স্বজনদের।

গেল পহেলা এপ্রিল দেশে ফেরার কথা ছিল মা আলতাফুন্নেসার। করোনার কারণে সেই ফ্লাইট বাতিল হলে ৭ এপ্রিল দেশে আসার দিন ঠিক হয়। কিন্তু তার আগেই ঘটে যায় অনাকাঙ্খিত ঘটনা।

নিহত আলতাফুন্নেসার ছেলে আলিফ জানান, দীর্ঘ ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে তার বোন স্ত্রী আইরিন ইসলাম, দুলাভাই তৌহিদুল ইসলাম, আর তিন ছেলেমেয়ে নিয়ে ছিলেন। সাথে ছিলেন তার মা আলতাফুন্নেসা। গেল দোসরা এপ্রিল রাতে মা আলতাফুন্নেসার সাথে মোবাইলে শেষ কথা হয় তার সন্তানদের। এরপর একসাথে পুরো পরিবারের নির্মম মৃত্যুর খবরে শোকে স্তবদ্ধ হয়ে যায় পাবনার দোহারপাড়া।

নিহত আলতাফুন্নেসার ছেলে পাবনার আরিফুর রহমান আলিফ বলেন, বিভিন্নভাবে ওই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে খবরটা নিশ্চিত করে যে আমার বোন-দুলাভাই, দু’জন ভাগিনা, একজন ভাগ্নি এই পাঁচজন এবং আমার মা সহ ৬ জন কেউই বেঁচে নেই। এই খবরটা শোনার পর আমরা ও আত্মীয়স্বজন ভীষণভাবে মর্মাহত।

নিকতাত্মীয় জিয়াউর রহমান বলেন, আমরা চাই তাদের মরদেহ যেন দাফন করতে পারি। এটা সরকারের কাছে আকুল আবেদন।

নিহতদের স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাও বাকরুদ্ধ হয়ে যান প্রতিবেশিরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

প্রতিবেশিরা জানান, বাংলাদেশের মানুষ হিসেবে এত ভদ্র, নম্র ব্যবহার করে গেছে আমাদের সাথে। আমরা তাদের এই ঘটনা শোনার পর এলাকাবাসীর সবাই খুবই মর্মাহত। ওখানকার সরকার যদি ঘটনাটি তদন্ত করে তাহলে প্রকৃত ঘটনাটা বেড়িয়ে আসবে। আর এটাই আমাদের আশা।

পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার কোনো এক সময় দুই ছেলে সবাইকে হত্যা করে নিজেরা আত্মহত্যা করে। কিন্তু এই তথ্য মানতে রাজি নন স্বজনরা।
দেখুন ভিডিও :

এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি