নাটোরে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু
প্রকাশিত : ১৫:০৯, ৮ এপ্রিল ২০২১
নাটোরে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। এই টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে নাটোর সদর হাসপাতালে এই টিকা দান কর্মসুচি শুরু করা হয়।
এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুব, সদর হাসপাতালের সহকারি পরিচারক ডা. পরিতোষ কুমার রায়, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুনজুর রহমানসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
আরএমও মুনজুর রহমান জানান, দ্বিতীয় ডোজের প্রথমদিন একশ’ জনকে টিকা প্রদান করা হবে। প্রথম দফায় যারা ৭ ও ৮ ফেব্রুয়ারি টিকা নিয়েছেন তাদেরই আজ দ্বিতীয় ডোজ দেয়া হবে।
সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, আজ শুধুমাত্র রিপিট ডোজ উদ্বোধন করা হলো। পুরোদমে টিকা দেওয়া আজ সম্ভব হবে না। সিডিউল অনুযায়ী কাল শুক্রবার বরাদ্দকৃত ভ্যাকসিন এসে পৌঁছালে পুরোদমে শুরু করা হবে। যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন সময়মত তাদের মোবাইলে রিপিট ডোজ দেওয়ার তারিখ ম্যাসেজ যাবে।
এএইচ/এসএ/
আরও পড়ুন