ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে টিকার দ্বিতীয় ডোজ কার্যক্রমের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ৮ এপ্রিল ২০২১

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ভ্যাকসিন গ্রহণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী এমপি।

বৃহস্পতিবার সকাল ১০টায় নোয়াখালী জেনারেল হাসপাতালের ভ্যাকসিন প্রদান কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি এই ভ্যাকসিন গ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, স্বাচিপ সভাপতি ডা. ফজলে এলাহি খান সহ আরও অনেকে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি