ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মাদারীপুরে লাইসেন্স না থাকায় বেসরকারি হাসপাতালে সিলগালা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ৮ এপ্রিল ২০২১

মাদারীপুরে লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচলনা ও মালিকানা দ্বন্দ্ব নিয়ে মামলা থাকায় ডিজিটাল এ্যাপোলো হাসপাতাল সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হাসপাতালটি সিলগালা করার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবুল হক ও সদর হাসপাতালের ডা. মীর রায়হান উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৮ মার্চ পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) স্বাস্থ্য অধিদপ্তর এ্যাপোলো হাসপাতালের পরিচাকদের চিঠি দিয়ে বন্ধ রাখার নির্দেশ প্রদান করে। চিঠিতে লাইসেন্সবিহীনভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করায় বিজ্ঞ আদালতে এর মালিকানা বিষয়ে চুড়ান্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

কর্তৃপক্ষ এই চিঠির নির্দেশ পালন না করায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ আজ দুপুর ১টার দিকে হাসপাতালটি সিলগালা করে দেয়। সেসময় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নেয়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি