ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ৮ এপ্রিল ২০২১

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় পাখিভ্যান (ব্যাটারীচালিত ভ্যান) যাত্রী ইউসুফ হোসেন (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মঞ্জুরা বেগম (৬৩) ও শালিকা ফাহিমা খাতুন (৪০) আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত রবগুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ওই তিনজন ডাকবাংলা বাজার থেকে পাখিভ্যানে চড়ে বাঘাডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। হিজলগাড়ি পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস (বগুড়া চা ১১-০০১৭) ভ্যানটিকে ধাক্কা দিলে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে আহত হন। মাইক্রোবাস চালক আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন কৃষক ইউসুফ হোসেনকে মৃত ঘোষণা করেন। 
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি