শ্রীমঙ্গলে দুরারোগ্য রোগীদের মধ্যে চেক হস্তান্তর
প্রকাশিত : ১৬:৩৯, ৮ এপ্রিল ২০২১
সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে শ্রীমঙ্গলে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গনে সামাজিত দুরত্ব বজায় রেখে শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ চেক বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমদ ও শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, শেখ হাসিনার সরকারই গণমানুষের সরকার। এক মাত্র এই সরকারই মানুষের দু:খ কষ্ট বুজে মানুষের পাশে দাঁড়ায়। দুরারোগ্য রোগে আক্রান্ত গরীব মানুষেরা যাতে চিকিৎসা করতে পারেন এ জন্য এ অর্থ তারা পাচ্ছেন।
আরকে//
আরও পড়ুন