ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের ৭ থানা ও ৮ ফাঁড়িতে এলএমজি চৌকি স্থাপন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৪, ৯ এপ্রিল ২০২১ | আপডেট: ১১:৫৯, ৯ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা ও ৮টি ফাঁড়িতে বিশেষ নিরাপত্তামূলক এলএমজি চৌকি স্থাপন করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) রাত থেকে নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্ব অনুসারে থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে এলএমজি পোস্ট ও সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। 

পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যাও। এসব চৌকিতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে পুলিশ।  সেখানে দায়িত্বরত পুলিশের এক সদস্য এলএমজি তাক করে দাঁড়িয়ে আছেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় দেশব্যাপী নিরাপত্তার অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা ও ৮টি ফাঁড়িতে ওই বিশেষ চৌকি স্থাপন করা হয়েছে। বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে পুলিশের আওতাধীন সব থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও স্থাপনাগুলোতে এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি