ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ময়লা-আবর্জনার দুর্গন্ধে ক্ষুব্ধ গাজীপুরবাসী (ভিডিও)

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৪, ৯ এপ্রিল ২০২১ | আপডেট: ১১:৫৫, ৯ এপ্রিল ২০২১

শহরজুড়ে ছড়ানো ছিটানো ময়লা। ফেলা হয় মহাসড়কের ধারে। চলতে ফিরতে সেই আবর্জনাই গন্ধ ছড়াচ্ছে মহল্লার এ প্রান্ত থেকে সে প্রান্তে। বলছিলাম, দেশের অন্যতম বৃহৎ সিটি করপোরেশন গাজীপুরের কথা। 

টঙ্গী থেকে জয়দেবপুর হয়ে কালিয়াকৈর পর্যন্ত প্রায় ৩৮ লাখ মানুষের বাস। দেশের অন্যতম বৃহত্তম গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলতে রয়েছে মাত্র একটি ল্যান্ডফিল। যার পুরোটাই অপরিকল্পিত। 

শিল্প এলাকার বর্জ্য, আবাসিক আবর্জনা প্রতিনিয়ত ফেলা হচ্ছে খোলা জায়গায়। দুর্গন্ধে টিকতে না পেরে এলাকা ছাড়ছেন অনেকে। ছড়াচ্ছে রোগ জীবাণু, মানুষ আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, এ সমস্যা বেশিদিন থাকবে না।

দুর্গন্ধমুক্ত গাজীপুর সিটি গড়ার প্রত্যয় ব্যক্ত করলেও জনপ্রতিনিধিরা বেমালুম ভুলে গেছেন ভোটের প্রতিশ্রুতি। এসব নিয়ে ক্ষুব্ধ স্থানীয় জনগণ। তারা বলছেন, আমাদের জোরালো দাবি থাকবে- যত দ্রুত সম্ভব এই আবর্জনাগুলো সরিয়ে আমাদেরকে সুন্দর স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিবে।

ভিডিওতে দেখুন-

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি