ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জে করোনায় ২ জনের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৭, ১০ এপ্রিল ২০২১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুকলেছ (৫৬) ও রাধেশ্যাম সরকার (৫৬) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে।

মৃত মুকলেছ উপজেলার নতুন বান্দুরার এবং রাধেশ্যাম সরকার বারুয়াখালির বাসিন্দা।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) হরগোবিন্দ সরকার অনুপ জানান, মুকলেছ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও র‌্যাধেশ্যাম বারুয়াখালির নিজ বাড়িতে মারা যায়।

এরা দুজনই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন জানিয়ে ডাঃ অনুপ বলেন, নিহতদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিভিন্ন উপসর্গ দেখা দেয়ায় এ মাসের প্রথমদিন তারা নমুনা দিলে পরেরদিন ফলাফল পজেটিভ আসে। দুইজনের মধ্যে মুকলেছের অবস্থার অবনতি হলে তাকে সাতদিন আগে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডি মিলেনিয়াম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। অন্যদিকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে মারা যায় রাধেশ্যাম।

ডাঃ অনুপ আরও জানান, নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮৪৫ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ৭৪৭ জন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি