ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বরগুনায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৮, ১০ এপ্রিল ২০২১

‘মুজিববর্ষে শপথ নেবো জাটকা নয় ইলিশ খাবো’ এই প্রতিপাদ্য নিয়ে বরগুনায় জাটকা সংরক্ষণ সপ্তাহ চালিত হয়েছে। এ উপলক্ষে অভিযান, মোবাইল কোর্ট এবং মৎস্য পল্লীতে সচেতনতামূলক সভা করেছে জেলা প্রশাসন। 

শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বিষখালি নদীতে নৌযানে করে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। 

এসময় তার সাথে ছিলেন পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব, অতিরিক্ত জেলা প্রশাসক আশ্রাফুল ইসলাম, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদি হাসান, সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকতা। 

নদীতে অভিযান চালিয়ে বিভিন্ন অবৈধ জাল জব্দ করা হয়। এরপর তেতুলবাড়ীয়া এলাকায় জেলে পল্লীতে জাটকা সংরক্ষণ বিষয় নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। 

জেলা প্রশাসক জানান, এই অভিযান জেলার সবকটি উপজেলায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় অব্যাহতভাবে পরিচালিত হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি