ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

করোনায় রাজশাহীতে সাবেক উপাধ্যক্ষের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৯, ১১ এপ্রিল ২০২১

অধ্যাপক আব্দুর রাজ্জাক

অধ্যাপক আব্দুর রাজ্জাক

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে মারা যান তিনি।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত এক সপ্তাহ আগে তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. অলীউল আলম জানান, অধ্যাপক আব্দুর রাজ্জাক ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি উপাধ্যক্ষ হিসেবে অবসর নেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিলেন। তার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জে হলেও তিনি সপরিবারে রাজশাহী নগরের বিনোদপুর এলাকায় বসবাস করতেন। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি