ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্যের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৯, ১১ এপ্রিল ২০২১

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপে কাভার্ডভ্যান চাপায় এক পুলিশ সদস্য মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (১১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন (৩৫) নরসিংদী সদর উপজেলার পাঁচদোনর নেহাব গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে ও নারায়ণগঞ্জ সিআইডি পুলিশে কর্মরত ছিলেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঁচদোনা থেকে ভাতিজাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নরসিংদীর দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন। এসময় মহাসড়কের সাহেপ্রতাপে পৌছলে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই পুলিশ সদস্য তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়। এসময় আহত হয় অপর আরোহী ইসমাইল হোসেন। 

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া আহত অপর সহযোগিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। একাধিক কাভার্ডভ্যান আটক করে চিহ্নিত করার চেষ্টা চলছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি