ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে গ্যাসলাইনের লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৪, ১২ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার একটি আবাসিক ভবনের ৮ তলার রান্না ঘরে গ্যাসলাইনের লিকেজে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এতে দুই নৈশ প্রহরী দগ্ধ হয়েছেন। তাদের শরীরের অধিকাংশ জলসে গেছে। 

রোববার (১১ এপ্রিল) রাত সাড়ে ১২টায় চাষাঢ়ার প্রেসিডেন্ট রোড এলাকায় জিএম গার্ডেনে এই দুর্ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়েছেন নৈশ প্রহরী উজ্জল ও মানিক।

ফায়ার সার্ভিস ও ভবনের বাসিন্দাদের সূত্রে জানা যায়, জিএম গার্ডেনের ৮ তলায় ছিল কমিউনিটি সেন্টার আদলে কয়েকটি কক্ষ। ভবনের কারও কোন অনুষ্ঠান হলে সেখানে আয়োজন করা হতো।

আরেক নৈশ প্রহরী মোহাম্মদ আলী জানান, ৮ তলায় গ্যাসের লাইনে সমস্যা ছিল। এ জন্য মিস্ত্রি এসে মেরামতের এক পর্যায়ে তারা নিচে নেমে যায়। তখন রান্না ঘরের দরজা জানালা বন্ধ ছিল। পরে দুই নৈশ প্রহরী সিগারেট হাতে উপরে উঠে রুমে প্রবেশের সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুইজনের শরীরেই আগুন ধরে যায়। 

পরে তাদেরকে উদ্ধার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি