ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

গলাচিপায় ভর্তুকী মূল্যে মেশিন, বীজ ও সার বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২০, ১২ এপ্রিল ২০২১

পটুয়াখালীর গলাচিপায় চলতি রবি মৌসুমে কৃষি উন্নয়ন সহায়তায় ভর্তুকী মূল্যে কম্বাইন হারবাষ্টার মেশিন, রিপার রাইস ট্রান্স প্লান্টার মেশিন, বীজ ও সার বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।

সোমবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি অফিসের ট্রেনিং সেন্টারের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিল্টন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ কৃষকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এ সময় ১ হাজার ৭শ’ কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপিসহ ৫টি উন্নতমানের কম্বাইন হারবাষ্টার মেশিন বিতরণ করা হয়। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি