ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাউফলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ১৩ এপ্রিল ২০২১

পটুয়াখালীর বাউফলের মেহেন্দিপুর গ্রাম থেকে বাসুদেব দত্ত (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বরিশাল সরকারি বিএম কলেজের ইতিহাস বিভাগের মাস্টার্স শেষবর্ষের ছাত্র। 

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে কালিশুরী বন্দর ফাঁড়ির পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের বাবার নাম বাবু লাল দত্ত।

স্থানীয়রা জানান, বাসুদেব দত্তের বাবা সকালে গোয়ালঘর থেকে গরু নামাতে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে রশিতে ঝুলতে দেখেন তাকে। সম্প্রতি হতাশায় ভুগছিল ও মাদকাসক্ত হয় পড়েছিল বাসুদেব। 

নানা ধরনের হতাশাজনক স্টাট্যাস দেখা যায় তার ফেসবুকে আইডিতেও।

বাউফল থানার ওসি আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি