ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

রাজশাহী অফিস

প্রকাশিত : ১৬:১৮, ১৩ এপ্রিল ২০২১

রাজশাহীতে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ পাথর বোঝাই একটি ট্রাক জব্দ করেছে মহারগর ডিবি পুলিশ)। এসময় ট্রাক চালক শহিদুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করা হয়। 

গতকাল সোমবার রাতে মহানগরীর সিটি হাট এলাকায় পাথর বোঝাই একটি ট্রাকে অভিযান চালিয়ে ৯টি প্যাকেটে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। আটক শহিদুল গোদাগাড়ি উপজেলার উজানপাড়া এলাকার মৃত নাইমুল হকের ছেলে। 

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে হেরোইনসহ গ্রেপ্তার শহিদুলকে হাজির করে রাজশাহী মহানগর পুলিশ।

সংবাদ সম্মেলনে মহানগর কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গ্রেপ্তার ট্রাক ড্রাইভার গোদাগাড়ি থেকে হেরোইনগুলো ট্রাকে তুলে নেয়। এরপর ট্রাকটি সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মহানগরীর সিটি হাট এলাকায় ডিবি পুলিশের একটি টিম ট্রাকে তল্লাশী করে এক কেজি হেরোইন জব্দ করে। এ সময় ট্রাক চালক শহিদুলকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল ও সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি