ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৪, ১৩ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে দু'জন ঘটনাস্থলে একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহত তিনজন বর্তমানে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহতরা হলেন, নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা গ্রামের নুরুজ্জামানের পুত্র মো. হানিফ, তার মেয়ে চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের কবির হাসেনের স্ত্রী মেরি বেগম ও মেরির মেয়ে মেহজাবিন। মেহজাবিনের বয়স ৫ মাস।

মঙ্গলবার বিকেল ৫টায় তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ ইয়াসিন প্রধানিয়া। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চিওড়া রাস্তার সিএনজি চালিত একটি অটোরিকশা যাত্রী নামানোর সময় চট্টগ্রামমূখী একটি ট্রাক পেছন থেকে সিএনজিকে চাপা   দিয়ে উপরে উঠে যায়। এতে এক শিশু এক নারী ও এক বৃদ্ধ যাত্রী মারা যায়। 

কুমিল্লা মিয়া বাজার হাইওয়ে ফাঁড়ির এস আই খোকন জানান, আমাদের ফোর্স এখন ঘটনাস্থলে আছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। 

এ ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এছাড়াও আরও তিনজন আহত হশেছে। আহত ও নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি