ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পিরোজপুরের প্রিন্স হত্যা মামলায় ২ ভাইকে ফাঁসির আদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ৭ জুন ২০১৭ | আপডেট: ১৯:৪০, ৭ জুন ২০১৭

পিরোজপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সাদমান সাকিব প্রিন্স হত্যা মামলায় দুই ভাইকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কিবরিয়া এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত হলেন শহরের আদর্শপাড়ার নাফিস হাসান নাহিদ ও তার বড়ভাই নাঈম। একই সঙ্গে হত্যার আলামত নষ্ট করার দায়ে উভয়কে আরও ৭ বছর করে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৯ আগস্ট প্রিন্স নিখোঁজ হয়। পরে ১ সেপ্টেম্বর স্থানীয় রায়ের পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে সন্দেহভাজন ৮ সহপাঠীকে আসামী করে থানায় মামলা করেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি