ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হেফাজতের নারায়ণগঞ্জ সেক্রেটারি মুফতি বশির গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫১, ১৪ এপ্রিল ২০২১

হরতালে সহিংসতার মামলায় হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মুফতি বশির উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, হরতালের নামে ব্যাপক সহিংসতা ও নাশকতা চালানো হয়। এ ঘটনায় পুলিশের করা ৫টি মামলার মধ্যে একটিতে মুফতি বশির উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড় থেকে শিমরাইল এলাকা পর্যন্ত হরতালকারীরা সহিংসতা চালায়। এ সময় যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাসসহ অন্তত ৫০টি গাড়ি ভাংচুর করে তারা। অগ্নিসংযোগ করে ১৮টি গাড়িতে। 

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ৯টি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ ৫টি ও র‌্যাব ১টি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ৩টি মামলা দায়ের করেন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি