ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় আরও ৩৯ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১২, ১৪ এপ্রিল ২০২১

গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩৯ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে উক্ত ঘটনায় ২০৭ জনকে গ্রেফতার করা হলো।

গত ২৪ ঘন্টায় পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। 

ওই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৫টি, আশুগঞ্জ থানায় ৩টি, সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৫১টি মামলা হয়েছে। এসব মামলায় ২৮৮ জন এজাহারভুক্ত আসামীসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে। এ সকল মামলায় এখন পর্যন্ত ২০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি