ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

কঠোর লকডাউনেও ফেরিতে পার হচ্ছে ব্যক্তিগত গাড়ি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ১৪ এপ্রিল ২০২১

কঠোর লকডাউনেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ব্যক্তিগত যানবাহন ফেরিতে নদী পারাপার হচ্ছে। এসময় প্রতিটি গাড়িতে গাদাগাদি করে অনেককে ঘরমুখী হতে দেখা গেছে। এছাড়া নদী পারাপার হচ্ছে বিভিন্ন প্রকার পণ্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন।
 
বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

দেশব্যাপী দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে কঠোর লকডাউন। এতে জরুরি যানবাহন পারাপার করার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়। এই সুযোগে প্রতিটি ফেরিতে ব্যক্তিগত প্রাইভেটকার-মাক্রোবাস ও পণ্যবাহী ট্রাক নদী পারাপার হচ্ছে। প্রতিটি যানবাহনে গাদাগাদি করে যাত্রীরা আসা-যাওয়া করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মোঃ ফিরোজ শেখ জানান, জরুরি যানবাহন নদী পারাপার করার জন্য সীমিত আকারে ফেরি চলাচল করছে। তবে ঘাট থেকে ছাড়ার পূর্বে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নেওয়া হচ্ছে।  
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি