ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে কঠোর লকডাউন, নতুন শনাক্ত ৫২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৯, ১৪ এপ্রিল ২০২১

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী ৮ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে নোয়াখালীর অধিকাংশ সড়ক ফাঁকা। বন্ধ আছে দোকানপাট ও শপিংমহলগুলো। জনগণকে সচেতন করতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫২ জন।
 
বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ছোট খাট যানবাহন চলাচল করলেও বেলা বাড়ার সাথে সাথে প্রশাসনের তৎপরতায় তা বন্ধ হয়ে যায়। 

জেলা শহরসহ বিভিন্ন বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। শহর ও বাজারগুলোতে জনসচেতনামূলক প্রচারণা চালাতে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীকে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি