ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মোংলায় লকডাউনে কঠোর প্রশাসন, ২৫ জনকে জরিমানা

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ১৪ এপ্রিল ২০২১

সর্বাত্মক লকডাউনে মোংলা বন্দর ও পৌর এলাকায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সকাল থেকে স্বাস্থ্যবিধিসহ লকডাউন কার্যকর করতে শহর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এদিন বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ার দায়ে ২৫ জন ৫শ’ টাকা করে জরিমানা করা হয়। 

এছাড়াও বুধবার (১৪ এপ্রিল) লকডাউনের প্রথম দিনে ৫০টি মোটরবাইকও আটক করা হয়। মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এই লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া আমরা কাউকেই বাইরে বের হতে দিচ্ছি না। তারপরে যারা বাইরে বের হচ্ছে এবং অহেতুক ঘোরাফেরা করছেন, এদের মাধ্যমে করোনা ছড়ানোর কথা চিন্তা করে তাদের আইনের আওতায় আনা হয়েছে।

এ পর্যন্ত প্রায় ২৫ জনকে জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমণ ও সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি