ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

নেত্রকোণায় মিলছে না টিসিবির পণ্য (ভিডিও)

নেত্রকোণা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫৩, ১৫ এপ্রিল ২০২১

নেত্রকোণায় চাহিদা মত মিলছে না টিসিবির পণ্য। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে হতাশ নিম্নআয়ের মানুষ। লকডাউন ও রমজান উপলক্ষে সরবরাহ বাড়ানোর দাবি ক্রেতাদের। 

একে তো রমজান মাস, তার উপর করোনার সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলছে সর্বাত্মক লকডাউন। এ অবস্থায় বিপাকে নিম্নআয়ের মানুষ।

লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি অব্যাহত রেখেছে টিসিবি। নেত্রকোণায় ১৭ জন নিবন্ধিত ডিলার থাকলেও টিসিবির পর্যাপ্ত পণ্য কিনতে পারছেন না ক্রেতারা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ফিরতে হচ্ছে খালি হাতে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকে এই মাল আমরা অনেক সময় পাই, অনেক সময় পাই না। অন্য আরেকজন জানান, সকাল ১১টা থেকে দাঁড়িয়ে আছি, এখন ৫টা বাজে। এ পর্যন্ত টিসিবির কোন মালামালের হদিস পাচ্ছি না। এভাবে এক সপ্তাহ ঘুরে একদিনও নিতে পারেনি।

ডিলাররা জানান, চাহিদার তুলনায় তারা পণ্য পাচ্ছেন কম।

ডিলাররা বলেন, চেষ্টা করি চাহিদা পূরণের জন্য। আমাদের যে পরিমাণ মাল দেয় তা লাইনের যে পর্যন্ত আসে সে পর্যন্তই আমি দিতে পারি।

জেলা প্রশাসন বলছে, সরবরাহ আরও বাড়ানোর চেষ্টা চলছে।

নেত্রকোণা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান বলেন, দ্রুত সময়ের এটি বাস্তবায়ন করবো। আমরা আশা করছি, আরও বেশি পরিমাণে ট্রাক এখানে নিয়ে আসতে পারবো।

রমজান ও লকডাউনে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বিবেচনায় ন্যায্যমূল্যের পর্যাপ্ত পণ্য সরবরাহের দাবি নেত্রকোণাবাসীর।
দেখুন ভিডিও :


এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি