ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শিবচরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৪, ১৫ এপ্রিল ২০২১

মাদারীপুরের শিবচরে লুডু খেলার বাজির টাকা নিয়ে দুই ইউপি মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত ইলিয়াস ঢালী (৩০)কে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত ইলিয়াস কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডিক্রিরচর গ্রামের ইউনুস ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ডিক্রিরচর গ্রামের মজিবর ঢালী ও সৌরভ ঢালী বাজিতে লুডু খেলে। বাজির ৬০ টাকা জমা রাখে শাহিন ঢালীর কাছে। মজিবর লুডু খেলায় জিতে বাজির টাকা শাহিনের কাছে চাইলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরবর্তীতে ওই মারামারি রেশ ধরে স্থগিত হয়ে যাওয়া কাদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী মজিবর রহমান ওরফে খলিল মোল্লা ও প্রার্থী আব্বাস মুন্সি সমর্থকদের মধ্যে বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জনকে গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

এদের মধ্যে লুডু খেলায় অংশগ্রহণ করা আব্বাস মুন্সির সমর্থক মজিবর ঢালীর ভাই ইলিয়াস ঢালীকে (৩০) উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

এ ঘটনায় মজিবর রহমান ওরফে খলিল মোল্লাকে শিবচর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে পুলিশ।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানিয়েছেন, ঘটনা সংঘটিত হওয়ার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি