ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফেরিতে আগুন লাগার ঘটনায় তদন্ত শুরু

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ১৫ এপ্রিল ২০২১

ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের ফেরি কলমীলতায় আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ভোলা জেলা প্রশাসনের তদন্ত টিম। 

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদারের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত টিম ইলিশা ঘাটে ফেরির মাস্টারসহ ৮ জনের বক্তব্য রেকর্ড করেন। 

গত ৮ এপ্রিল ফেরি কলমীলতা লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরী ঘাট থেকে ১৯টি পণ্য বোঝাই ট্রাক, কাভারভ্যান নিয়ে ভোলার ইলিশা ঘাটে আসছিল। ওই দিন ভোর ৪টার দিকে ভোলার মেঘনার চর অতিক্রমকালে হঠাৎ একটি পিকাপ ভ্যানে আগুন জ্বলতে শুরু করে। এরপর ২টি ট্রাক, ৪টি কাভারভ্যান, দুটি পিকাপ ভ্যান ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। 

আগুনের এই ঘটনায় কমপক্ষে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। 
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি