ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় নারীসহ ৪ ব্যক্তি আহত

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: 

প্রকাশিত : ২০:৩৬, ১৫ এপ্রিল ২০২১

সাতক্ষীরার কলারোয়ায় পৃথক হামলা সংঘর্ষে ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ও নারীসহ ৪ ব্যক্তি আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর দিগং গ্রামের কৃষক মৃত জাহান আলীর ছেলে মতিয়ার রহমান (৫২) এর পটল ক্ষেতে বেড়া দেয়াকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের আ.লীগের সাধারণ সম্পাদক মিঠরু (৩৫) সাথে সংঘর্ষ বাধে এতে মিঠুর স্ত্রী শাহেদা খাতুন (৩০) ঠেকাতে গিয়ে আহত হয়। 

অপর এক সংঘর্ষে বৃহস্পতিবার (১৫এপ্রিল) বেলা ৮টার দিকে উপজেলার আটুলিয়া গ্রামের কেয়ামত আলীর ছেলে শহিদুল ইসলাম (২৮) আহত হয়েছে। 

এঘটনায় উভয় পক্ষের বিরুদ্ধে কলারোয়ায় থানায় পৃথক পৃথক ভাবে অভিযোগ দায়ের হয়েছে। আহতরা কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি