ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

ডোবায় ড্রামবন্দী অজ্ঞাত নারীর লাশ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ১৬ এপ্রিল ২০২১

রাজশাহী শহরের রাস্তার পাশের ডোবা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নগরীর সিটি বাইপাস এলাকার গরুহাটের পাশে ডোবায় একটি ড্রামের মধ্যে লাশটি পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। 

নগরীর শাহমুখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান জানায়, স্থানীয় একজন কৃষক জমিতে পানি সেচ দিতে গিয়ে ডোবায় একটি ড্রাম ভাসতে দেখেন। এরপর তিনি ওই ড্রামটি ভাঙ্গার চেষ্টা করেন। এ সময় তিনি ড্রামের ভেতর মানুষের পা দেখতে পান। এরপর তিনি পুলিশকে খবর দেন। 

ওসি বলেন, ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স ২৫ থেকে ২৬ বছর হতে পারে। দূরে কোথাও হত্যা করে তাকে গাড়িতে করে নিয়ে এসে সিটি বাইপাস হাটের পাশে ডোবার মধ্যে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি