ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঝাড় ফুঁকের কথা বলে দু’সন্তানের জননীকে গণধর্ষণ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০১, ১৬ এপ্রিল ২০২১ | আপডেট: ১৬:০৩, ১৬ এপ্রিল ২০২১

ঝাড় ফুঁকের কথা বলে ৩৮ বছর বয়সী দুই সন্তানের এক জননীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নের একটি গ্রামে সংঘঠিত হয়েছে। 

এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে ওই নারী বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার আসামি কবিরাজসহ দুই জনকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত মোহন গাইনের ছেলে ৫২ বছর বয়সী মান্নান গাইন ওরফে মান্নান কবিরাজ এবং ৩৫ বছর বয়সী তার সহযোগী চর বাগমারা গ্রামের মৃত মুনছুর বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস। মান্নান ও ফারুকের তিনটি করে সন্তান রয়েছে বলে জানা গেছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি