ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় পণ্য বিক্রির ভ্রাম্যমাণ কার্যক্রমের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩১, ১৬ এপ্রিল ২০২১

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসজনিত কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির ভ্রাম্যমাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, বাজার সংগঠক সহিদুল ইসলাম , কাঁচাবাজার দোকান মালিক সমিতির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক মাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সর্বাত্মক লকডাউনে মানুষের দোঁড়গোড়ায় সবজি জাতীয় খাদ্য পৌঁছি দিতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। তাঁরা যদি কমলাভে সবজি জাতীয় খাদ্য পৌঁছিয়ে দিতে পারে তাহলে মানুষকে ঘরের বাইরে আসতে হবে না। এ কর্মসূচির সফলতা কামনা কামনা করছি। 

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি