মৌলভীবাজারে ভারতীয় পাতার বিড়িসহ আটক ১
প্রকাশিত : ২১:৪৭, ১৬ এপ্রিল ২০২১
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানে মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকা থেকে ভারতীয় পাতার বিড়িসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এ এস পি ওবাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্তে মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরাবাজার ইউনিয়নের কোনাগাও বাজারের আমিন ভেরাইটিজ স্টোরেরে সামনে ইটসলিং রাস্তার উপর থেকে ৬৫,০০০ শলাকা ভারতীয় পাতার বিড়িসহ পেশাদার চোরা কারবারি মো. মুমিন মিয়া (১৯) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মুমিন মিয়া একই উপজেলার খাস প্রেমনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। শুক্রবার বিকেলে জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক মুমিনকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়।
কেআই//
আরও পড়ুন