ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাউফলে দু`পক্ষের সংঘর্ষে আহত ২৫

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৮, ১৬ এপ্রিল ২০২১

পটুয়াখালীর বাউফলের দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। চন্দ্রদ্বীপ ইউপির দক্ষিণ চর মিয়াজান ইবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে এ ঘটনা।

আহতদের মধ্যে আকলিমা বেগম (২০), কালু হাওলাদার (৪০) ও জিয়াউর রহমান (৩০) নামে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। সাইফুল ইসলাম (২৭), ইউসুফ মৃধা (৩০), সোহেল (৩৫), হাসান দর্জি (২২), নাসির খান (৪৫) ইদ্রিস হাওলাদার (৫০), কামাল হাওলাদার (২২), আবু কালাম (৪০), তাসলিমা বেগম (১৮), লাইলি বেগম (২৪), সালমা বেগম (২২), হাসান খন্দকার (২২), বেল্লাল বেপারি (১৯) ও আবদুস ছালাম হাওলাদার(৬০) নামে ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, করোনার কারণে নির্বাচন বন্ধ থাকলেও গত কয়েকদিন থেকে উত্তেজনা চলে আসছিল চন্দ্রদ্বীপ ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী কামাল হোসেন সিকদার ও বাবুল হাওলাদারের কর্মী সমর্থকদের মধ্যে। সকালে বাবুলের সমর্থক নাসির খান (৪৫) নামে একজনের সঙ্গে কথাকাটাকাটি হয় কামালের সমর্থক কালু হাওলাদারের (৪০)। এক পর্যায়ে দু'পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনাও ঘটে।

এ ব্যাপারে কামাল হোসেন সিকদার অভিযোগ করেন,‘কথা কাটাকাটিতে আমার দুই সমর্থকের বাড়িতে প্রতিদ্বন্ধি বাবুল হাওলাদারের সমর্থকরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় ৭টি গরু লুট করে নিয়ে যায় তারা।’

বাবুল হাওলাদার পাল্টা অভিযোগ করে ফোনে বলেন, ‘তিনদিন আগে আমার মা মারা গেছে। আমি ঘরে শুয়েই ছিলাম। হঠাৎ আমার ছেলে জিয়াউরকে রক্তাক্ত অচেতন অবস্থায় কয়েকজনে মিলে বাড়িতে নিয়ে আসে। শুনলাম কামাল ও তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। ছেলেকে নিয়ে বরিশাল হাসপাতালে আছি। এই মুহুর্তে আর কিছু বলতে পারবো না।’

বাউফল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, ‘তুচ্ছ ঘটনায় দু'পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি