ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নওগাঁ, চুয়াডাঙ্গা ও রাজবাড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ৮ জুন ২০১৭ | আপডেট: ১২:০৬, ৮ জুন ২০১৭

নওগাঁ, চুয়াডাঙ্গা ও রাজবাড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছে। র‌্যাব সদস্যসহ আহত হয়েছে ৪ জন।             
পুলিশ জানায়, রাতে নওগার মান্দা ও নিয়ামতপুরের চৌবাড়িয়াহাট এলাকায় ডাকাতির প্রস্ততি নেয়ার সময় পুলিশ অভিযানে গেলে গুলি ছোড়ে ডাকাতরা। পুলিশও পাল্টা গুলি করলে মোজাম্মেল ও সুজন নামে দুই ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়। পরে গুলিবিদ্ধ দুই ডাকাতকে আটক করে পুলিশ। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার খাসকররা গ্রামের মাঠে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ওল্টু  নামে এক ব্যক্তি নিহত হয়। এসময় দুই র‌্যাব সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়।  নিহত ওল্টুর নামে হত্যা ও চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে। অন্যদিকে রাজবাড়ীর গোয়ালন্দে চরমপন্থী সংগঠন, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্যরা চরদোলনদি গ্রামে বৈঠক করার সময় পুলিশ সেখানে গেলে চরমপন্থীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে চরমপন্থী নেতা কদম আলী আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে ১টি এক নালা বন্দুক ও ১টি ওয়ান সুটার গান জব্দ করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি