ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে করোনায় নতুন শনাক্ত ৩১

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৮, ১৭ এপ্রিল ২০২১

রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭২ জনে। 

শনিবার (১৭ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৫৩২ জন।

গত ১২ ও ১৩ এপ্রিল ১০৩ জনের নমুনার মধ্যে আইসিডিডিআরবিতে পিসিআর টেস্টে ৩০ জন ও গোয়ালন্দে র‌্যাপিড এ্যান্টিজেন টেস্ট করে ১সহ মোট ৩১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে রাজবাড়ী সদরে ১৫, পাংশা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৫, বালিয়াকান্দিতে ৬ ও গোয়ালন্দে ৪ জন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোঃ ইব্রাহিম টিটন জানান, রাজবাড়ীতে নতুন করে ৩১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আইসিডিডিআরবি’তে পিসিআর টেস্ট করে ৩০ জন ও গোয়অলন্দে র‌্যাপিড এ্যান্টিজেন টেস্ট করে ১ সহ মোট ৩১ জন শনাক্ত হয়। জেলায় মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ২৯৪ জন। সদর হসপাতালের কোভিড ইউনিটে ৮ ও পাংশায় ২ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি