ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গৃহবধূ আকলিমাকে নির্যাতনের ঘটনায় আটক ৯

বাউফল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ১৭ এপ্রিল ২০২১ | আপডেট: ১৪:৪৮, ১৭ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের দুই ইউপি সদস্যদের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ আকলিমা। এই ঘটনায় শাকিল ডাক্তারসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। 

আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ।

তিনি জানান, নির্বাচন স্থগিত হয়ে গেলেও দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা গত ১৫ এপ্রিল সকালে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আকলিমা নামে এক নারীকে শাকিলসহ কয়েকজন পুরুষ নির্মমভাবে পিটিয়ে আহত করে। মারামারির এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শাকিলসহ ৯ জনকে আটক করে। 

ভিকটিক আকলিমা বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি